ক) সাধারন তথ্য:
১. ইউনিয়নের নাম: ০৪নং ধুলিয়ানী ইউনিয়ন পরিষদ।
২. আয়তন: ১৪.৫৫ বর্গ কিলো মিটার/ ৩৫৯৬.৪৪ একর।
৩. গ্রামের সংখ্যাঃ ১১ টি।
৪. গ্রাম সমুহের নাম: ১। উজিরপুর ২। মুক্তারপুর ৩। ভাদড়া ৪। ফতেপুর। ৫। কুষ্টিয়া ৬। আজমতপুর ৭।শাহাজাদপুর ৮। বড়কাবিলপুর ৯। ছোট কাবিলপুর ১০। মুকুন্দপুর ১১। ধুলিয়ানী।
গ)জনসংখ্যা বিষয়ক:
১. ইউনিয়নের মোট জন সংখ্যাঃ ১৪০২১ জন। ( ২০১১ সনের আদম শুমারী অনুযায়ী)
২. জনসংখ্যার লিঙ্গ ভিত্তিক বিভাজনঃ পুরুষ.- ৬৯৯৫ জন, মহিলা-- ৭০২৬ জন, পরিবারের সংখাঃ ৩৪৩৭ টা
গ) শিক্ষা বিষয়কঃ
১। শিক্ষার হারঃ গড় ৪৮.৮৬%, নারী- ৩৭.৩১% পরুষ- ৪৪.২২%
২। ক) প্রাথমিক বিদ্যালয় - ০৯ টি খ) মাধ্যমিক বিদ্যালয় -- ০৩ টি,
গ) এবতেদায়ি মাদ্রাসা .....০১ টা। ঘ) দাখিল মাদ্রাসা --০২ টি,
ঙ) কিন্ডার গার্ডেন: ১টি।
ঘ) স্বাস্থ্য তথ্য:
১. ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রঃ ০টি,
২. কমিউনিটি ক্লিনিকঃ ০২ টি, (চালু )
৩. স্যানিটেশন কভারেজঃ ১০০%
৪. চিকিৎসক: এমবিবিএস- ০০জন, হোমিওপ্যাথ- ০৮ জন।
কবিরাজ- ০২ জন, ইউনানী - নাই, অন্যান্য- ১৫ জন।
ঙ) আবাদি জায়গা জমি:
১. মোট আবাদি জমিঃ ১০১৬ হেক্টর
২. মোট অনাবাদি জমিঃ ৪৪০ হেক্টর
প্রধান ফসল:
ক) প্রধান ফসল : ধান
চ. যোগাযোগ ব্যবস্থাঃ
১. ইউনিয়নের মোট পাকা রাসত্মাঃ ২২.০৫ কিঃ মিঃ
২. ইউনিয়নের মোট আধা পাকা রাসত্মাঃ
৩. ইউনিয়নের মোট এইচবিবি সড়কঃ ০
৪. ইউনিয়নের মোট কাঁচা রাসত্মা: ৪৮.৫০ কিঃ মিঃ
ছ) ইউনিয়নের মোট হাট বাজারের সংখ্যাঃ ৪ টা
জ) মসজিদ ও মন্দিরের সংখ্যা:
১. মসজিদ-২৮টি
২. মন্দির- ০৪ টি।
ঝ) ক্লাব/সমবায় সমিতি/ পাঠাগার- ২ টি।
ঞ) দীঘি/পুকুর ইত্যাদির সংখ্যা.....৫১৭ টি, আয়তন.... ২১৪.৯২ (একর)
ট) তালিকা ভূক্ত মুক্তিযোদ্ধা ....১৬ জন।
ঠ) বর্তমান সদস্য সংখ্যা: ১২ জন।
ড) ইউপি সচিব-১ জন
ঢ) গ্রাম পুলিশ- ৯ জন।
ণ) দফাদার-১ জন।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)