Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

# সাধারন তথ্য:

১. ইউনিয়নের নাম:  ০৪নং ধুলিয়ানী ইউনিয়ন পরিষদ।

২. আয়তন:    ১৪.৫৫ বর্গ কিলো মিটার/  ৩৫৯৬.৪৪ একর।

৩. গ্রামের সংখ্যাঃ ১১ টি।

৪.  গ্রাম সমুহের নাম:  ১। উজিরপুর ২। মুক্তারপুর ৩। ভাদড়া ৪। ফতেপুর। ৫। কুষ্টিয়া ৬। আজমতপুর ৭।শাহাজাদপুর  ৮। বড়কাবিলপুর ৯। ছোট কাবিলপুর ১০। মুকুন্দপুর ১১। ধুলিয়ানী।

৫. মৌজা সংখ্যা : ১০ টি।

# ভোট কেন্দ্র : ০৫ টি (জাতীয় নির্বাচন), ০৯ টি (স্থানীয় নির্বাচন)।

# জনসংখ্যা বিষয়ক:

১. ইউনিয়নের মোট জন সংখ্যাঃ   ১৪০২১ জন।  ( ২০২২ সনের আদম শুমারী অনুযায়ী)।

২. জনসংখ্যার লিঙ্গ ভিত্তিক বিভাজনঃ পুরুষ.- ৬৯৯৫ জন,   মহিলা--৭০২৬ জন, পরিবারের সংখাঃ ৩৪৩৭ টা ।     


# শিক্ষা বিষয়কঃ

 ১। শিক্ষার হারঃ গড়   ৪৮.৮৬%,           নারী- ৩৭.৩১%        পরুষ-   ৪৪.২২%

ক) প্রাথমিক বিদ্যালয়  - ০৯ টি

১। উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

২। মুক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

৩। ভাদড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

৪। কুষ্টিয়া ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

৫। আজমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

৬। শাহাজাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

৭। বড় কাবিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

৮। মুকুন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

৯। ধুলিয়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

খ) মাধ্যমিক বিদ্যালয়  - ০৩ টি

১। সম্মিলনী মাধ্যামিক বিদ্যালয় ধুলিয়ানী।

২। মুক্তারপুর আমজামতলা মাধ্যামিক বিদ্যালয় ।

৩। উজিরপুর এম পি জে পি মাধ্যামিক বিদ্যালয় ।

গ)  মাদ্রাসা  - ০৫ টা

১। উজিরপুর কওমী মাদ্রাসা।

২। মুক্তারপুর হাফেজিয়া মাদ্রাসা।

৩। ধুলিয়ানী কওমী মাদ্রাসা।

৪। শাহাজাদপুর কওমী মাদ্রাসা।

৫। শাহাজাদপুর দাখিল মাদ্রাসা।

ঙ) কিন্ডার গার্ডেন: ১টি

১। ধুলিয়ানী কিন্ডার গার্ডেন।

২। আ: আজিজ সোনামনি এডার্স কিন্ডার গার্ডেন ।

# স্বাস্থ্য তথ্য: 

১. ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রঃ  ০টি,

২.  ক্লিনিকঃ ০২ টি, (চালু ), ক) বড় কাবিলপুর কমিউনিটি ক্লিনিক,  খ) ধুলিয়ানী পরিবার পরিক্লনা ক্লিনিক।

৩. স্যানিটেশন কভারেজঃ ১০০%

৪. পল্লী চিকিৎসক/ডাক্তারখানা :           

          ক। ধুলিয়ানী বাজার এয়াকুব ডাক্তারের ফার্মেসী

          খ। ধুলিয়ানী বাজার আনোয়ার ডাক্তারের ফার্মেসী

          গ। ধুলিয়ানী বাজার বাবুর ফার্মেসী

          ঘ। আমজামতলা বাজার মকলেজ ফার্মেসী

         ঙ। পল্লী চিকিৎসক আবু কালাম,  ফতেপুর বাজার।

# আবাদি জায়গা জমি:

১. মোট আবাদি জমিঃ    ১০১৬ হেক্টর

২. মোট অনাবাদি জমিঃ   ৪৪০ হেক্টর

প্রধান ফসল: ধান

# যোগাযোগ ব্যবস্থাঃ

     ১. ইউনিয়নের মোট পাকা রাস্তা:   ২২.০৫ কিঃ মিঃ

     ২. ইউনিয়নের মোট আধা পাকা রাস্তা:

     ৩. ইউনিয়নের মোট এইচবিবি সড়কঃ ০ 

     ৪. ইউনিয়নের মোট কাঁচা রাস্তা:  ৪৮.৫০ কিঃ মিঃ

# ইউনিয়নের মোট হাট বাজারের সংখ্যাঃ   ৪ টা ( ১টি সরকারি ও ৩ টি বেসরকারি হাট)

# মসজিদ ও মন্দিরের সংখ্যা:

     ১. মসজিদ-৩১টি

     ২. মন্দির- ০৪ টি।          

# ক্লাব/সমবায় সমিতি/ পাঠাগার : ২ টি। 

# দীঘি/পুকুর ইত্যাদির সংখ্যা : ৫১৭ টি, আয়তন.... ২১৪.৯২ (একর)

# তালিকা ভূক্ত মুক্তিযোদ্ধা: ১১ জন। (সংখ্যা কম-বেশী হতে পারে)

১। বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম।

২। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম।

৩। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ।

৪। বীর মুক্তিযোদ্ধা মির বক্স।

৫। বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

৬। বীর মুক্তিযোদ্ধা গোলাম খাঁ।

৭। বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ।

৮। বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন।

৯। বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান।

১০। বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দীন।

১১। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

# বর্তমান ইউপি সদস্য সংখ্যা: ১৩ জন।

# ইউপি সচিব: ১ জন

# গ্রাম পুলিশ:   ৮ জন।

# দফাদার: ১ জন।

# দশনীয় স্থান:

          ১। বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত মাইকেল মধুসুদন দত্তের কপোতাক্ষ নদ।

          ২। বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ভাস্কর্য মুক্তারপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

          ৩। অর্পন দর্পন স্মৃতি পাঠাগার।

          ৪। শাহাজাদপুর পাঠাগার।

# গণ কবরস্থান : ০১ টি ( বড় কাবিলপুর)

# এজেন্ট ব্যাংক :

         ১। ধুলিয়ানী ইসলামী এজেন্ট ব্যাংক।

        ২। বড় কাবিলপুর ডাস বাংলা এজেন্ট ব্যাংক।

        ৩। ধুলিয়ানী ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক।

        ৪। ধুলিয়ানী গ্রামিন ব্যাংক।

পোষ্ট অফিস:

      ১। মুক্তারপুর পোষ্ট অফিস।

      ২। তফসিল অফিস।

# টাওয়ার।

    ১। ধুলিয়ানী বাংলা লিংক টাওয়ার।

    ২। ধুলিয়ানী গ্রামিন ফোন টাওয়ার।

বিভিন্ন ভাতার তথ্য :

   ১। বয়স্ক ভাতা : ৫৬২ জন।

   ২। বিধবা ভাতা : ৩৯০ জন।

   ৩। মাতৃত্ব ভাতা : প্রতি মাসে ১৫টি।

   ৪। প্রতিবন্ধি ভাতা : ৩৫৬ জন।

   ৫। ভি,জি,এফ :

   ৬। ভি,জি,ডি : ২১০ টি।

   ৭। টিসিবি : ৫৫২ টি।

   ৮। খাদ্য বান্ধব : ১৫ টাকা দরে ৩০ কেজি চাউল (৫ মাস) ১০০৫ জন।

   ৯। হতদরিদ্রদের কর্মসূচী (৪০ দিন)  : ২৪ জন।

# বিশিষ্ট ব্যাক্তি :

   ১। মোঃ মহিদুজ্জামান মোহন (জজ), গ্রাম: আজমতপুর, ডাকঘর: মুক্তারপুর, উপজেলা: চৌগাছা, জেলা: যশোর।

   ২। মোঃ রাশিদুল ইসলাম (অব: সচিব), গ্রাম: মুক্তরপুর, ডাকঘর: মুক্তারপুর, উপজেলা: চৌগাছা, জেলা: যশোর।

   ৩। মোঃ এলিয়াম হোসেন, (জজ), গ্রাম: উজিরপুর, ডাকঘর: মুক্তারপুর, উপজেলা: চৌগাছা, জেলা: যশোর।

   ৪। মোঃ মাহিদুর রহমান টিপু (পুলিশ সুপার), গ্রাম: মুক্তরপুর, ডাকঘর: মুক্তারপুর, উপজেলা: চৌগাছা, জেলা: যশোর।